গরিবের ঘোড়া রোগ

১. অপচয়ের আবার মূল্যহ্রাস!

প্রথম আলোর একটা খবরের শিরোনাম- ‘প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তিন কবির উদারতা। খবরের মূল কথা মোটামুটি এই-

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে তিন কবির জন্য বরাদ্দ ছিল বিমানে বিজনেস শ্রেণীর বিলাসবহুল আসন।… কিন্তু প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিশেষ সুবিধা পেয়েও তা ফিরিয়ে দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ সাশ্রয়ের এক নজির দেখালেন তিন কবি। গত ১৪ আগস্ট তাঁদের তিনজনের প্রত্যেককে বিমান ভাড়া ও ১০ দিনের হাতখরচ হিসেবে ৫ লাখ ৭১ হাজার ৩৭৬ টাকার চেক দেওয়া হয়। এক দিন পর তাঁরা প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে জানালেন, তাঁরা সাধারণ আসনে ভ্রমণ করে সাশ্রয়কৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেবেন। জানা গেছে, তাদের এই সিদ্ধান্তে সরকারের সব মিলিয়ে সাশ্রয় হবে প্রায় ১৩ লাখ টাকা ।

তিন কবির প্রতি শ্রদ্ধা। কিন্তু আমার কঞ্জুস মন, ১৩ লাখ টাকার সাশ্রয়ের চেয়ে পুরো সফরের খরচ আমাকে বেশি ভাবায়। মূল্য হ্রাসে অদরকারী পণ্য কিনলে যেমন সঞ্চয় বৃদ্ধি হয়না, তেমনি অপ্রয়োজনীয় সফরের ব্যয় সংকোচনও রাষ্ট্রীয় কোষাগারের সাশ্রয় করে না।

২. গরিবের ঘোড়া রোগ

এই সফর একটা পুরোন খবর মনে করিয়ে দিল। চিকিৎসার জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকেটের টাকা দিতে রাজি না হওয়ায় ক্রিকেট বোর্ডের উপর রেগেমেগে ভিসা ফরম ছিঁড়েই ফেলেছিলেন তামিম ইকবাল! সমস্যার যে সমাধার হয়েছে, এটাও পুরোন খবর

তানিম: “এ কথাটা আমাকে কেউ বলেনি। আমি তো জানতাম না মাশরাফি ভাই, সাকিবদের বিজনেস ক্লাসের টিকিট দেওয়া হয়েছে অধিনায়ক বলে। এ কারণেই আমি বলেছিলাম, ওনাদের যে সুবিধা দেওয়া হয়েছে, আমাকেও তা-ই দিতে হবে।”

মাশরাফি: “অধিনায়ক হওয়ার আগে আমি যে পাঁচবার চিকিৎসার জন্য বাইরে গেছি, প্রতিবারই ইকোনমি ক্লাসে গেছি। তাতে ফেরার সময় আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু কী করার আছে, নিয়ম তো মানতেই হবে।”

মাদাগাস্কার ছবির এই অংশটির কথা মনে আছে?

http://rutube.ru/tracks/1131736.html?v=a69946525ebf3870ee5a09d857aada9c

একেই বলে- গরিবের ঘোড়া রোগ!

Read more of this post