একজন নাদির আলি এবং পাকিস্তানে কাউন্টার ন্যারেটিভ

[সচলায়তনে প্রকাশিত]

ঢাকায় ফিরেই যে নাদির আলির মুখোমুখি হবার সুযোগ হবে, তা কখোনই চিন্তা করিনি। পাকআর্মির অবসরপ্রাপ্ত কর্ণেল নাদির আলীকে নিয়ে আমার প্রাথমিক ভাবনা খুবই বিশৃঙ্খল ছিল। গত মাসেই আমি বিস্ময় নিয়ে কুখ্যাত খুনি ডেরেক পেরছি-র কাহিনী পড়ছিলাম। সিরিয়াল কীলার হয়েও কীভাবে একজন খুনি সাজা এড়াতে নিজেকে অপ্রকৃতিস্থ প্রমাণ করে, আর বিবেকের দংশন থেকে বাঁচার জন্য সত্যি সত্যিই জীবনের ভয়ংকর অপকর্মের স্মৃতি মন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারে , তা তার কাহিনী না পড়লে জানতাম না। ডেরেক-এর এই কাহিনী যখন পড়ছিলাম, ঠিক তখনই নাদির আলীর লেখাটা পেলাম । ভদ্রলোক একাত্তরে পাকআর্মির মেজর হিসেবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাঁর লেখাতেই জানলাম, একাত্তরে পাকবাহিনীর বর্বরতা দেখে তিনি নিজেই অপ্রকৃতিস্থ হয়ে যান। যুদ্ধের দ্বায়িত্ব থেকে সরিয়ে তখন তাকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয়। একাত্তরে বাংলাদেশে অবস্থানকালীন সময়ের কিছু অংশের স্মৃতি তিনি তখন পুরোপুরিভাবে হারিয়ে ফেলেন।

পাকবাহিনীর প্রাক্তন সদস্য হয়েও, একাত্তরে পাকবাহিনীর নৃশংসতা তুলে ধরার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ হই। কিন্তু তিনি যখন বলেন, “আমার স্মৃতিভ্রম হয়েছে, কিন্তু আমি জানি যে আমি নিজে কোন খুন করিনি”, তখন বিভ্রান্ত হই। বিবেকের দংশন থেকে মুক্তির জন্য নিজের অপকর্মের স্মৃতি ভুলে যাবার যে ঘটনা আমি ডেরেক পেরছির জীবনীতে পড়ছিলাম, তা আমাকে বিভ্রান্ত করে।

গত ১৬ এবং ১৭ই মার্চে বিডিআই আর ‘১৯৭১ কালেক্টিভ-এর যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যপী এক ওয়ার্কশপে তাঁর সাথে দেখা। Read more of this post

উইকিলিকসে বাংলাদেশ

সচলায়তনে প্রকাশিত (১৮.১২.২০১০)

কেবলগেটের শুরুতেই উইকিলিকস প্রকাশিতব্য আড়াই লক্ষাধিক বাতার্র একটি তালিকা দিয়েছিল, যেখানে বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস থেকে প্রেরিত প্রায় দুই হাজার বার্তাও আছে বলে জানানো হয়েছিল। এই বার্তাগুলি এখনোও প্রকাশিত হয়নি।

গতকাল বিডিনিউজ যে বার্তাগুলি নিয়ে রিপোর্ট করেছে, তার কোনটিই “এক্সক্লুসিভলি” তাদেরকে দেয়া হয়নি, বরং তা এ মাসের শুরু থেকেই উইকিলিকসের সাইটে ঝুলছে। বিভিন্ন দেশের মার্কিন দূতাবাস থেকে পাঠানো যেসব বার্তা উইকিলিকস প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশের কিছু ঘটনার উল্লেখ আছে। গতকাল থেকে বিডিনিউজ “ওয়ার্ল্ড এক্সক্লুসিভ” দাবী করে যে বার্তাগুলি নিয়ে রিপোর্ট করছে, সেগুলিও তাই। এগুলি বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস থেকে প্রেরিত বার্তাগুলির অংশ নয়।

উইকিলিকসের লক্ষাধিক বার্তার মধ্য থেকে বাংলাদেশ সংক্রান্ত বার্তা বের করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। আপনি এখানে ক্লিক করলেই বাংলাদেশ সংক্রান্ত অধিকাংশ বার্তা পেয়ে যাবেন; বা গুগলে site:wikileaks.ch Dhaka OR Bangladesh লিখে সার্চ দিলেই গুগল আপনাকে একটি লিস্ট দিয়ে দিবে। এখন যে কোন বার্তায় গিয়ে শুধু ctrl+F চেপে Dhaka বা Bangladesh খোঁজ করুন, পেয়ে যাবেন। চাইলে অন্য যেকোন শব্দ বা শব্দবন্ধ দিয়েও সার্চ করতে পারেন।

আমি ব্যক্তিগত ভাবে সচলের কয়েকজনকে জানি যারা একই পদ্ধতি অনুসরণ করে উইকিলিকসে নিয়মিত নজর রাখছেন বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো বার্তাগুলির জন্য। তাহলে এখানে এই সহজলভ্য বিষয়টির অবতারনা কেন?

কারন এখানে দেখুন। আদিখ্যেতা কোন পর্যায়ে পৌছুলে ইতমধ্যে প্রকাশিত একটি বিষয় “এক্সক্লুসিভলি হস্তগত হয়েছে” দাবী করে প্রায় এক হাজার শব্দের একটি ভুমিকা দেয়া সম্ভব? এ নিয়ে আর কিছু না বলে সচল পাঠকদের এই লিংক থেকে ভুমিকাটা একটু পড়ে দেখবার অনুরোধ করছি, যা এই লেখাটি প্রকাশের পর বিডিনিউজ থেকে সরিয়ে ফেলা হয়েছে* হাসি

এক্সক্লুসিভনেস প্রমাণে Read more of this post

মাশুল নেয়া, মাশুল দেয়া

Mashul Deya Neya

This Time for the Judiciary

Bangladesh has time and again been failed by the legislature and the executive branches of subsequent governments, regardless of whether they came to power through free and fair election, ballot-manipulation, or bullet-mayhem. Time and again, Bangladesh has rest its hope on these two branches in its pursuit of democracy. The Judiciary in contrast remained relatively less talked about. Well, that was until the Supreme Court’s Fifth Amendment verdict was delivered. And this time, our political discourse is even risking ‘contempt of court’ debating the pros and cons of its consequences.

However, the Indian Supreme Court has recently declared that fair criticism of judicial verdict is part of the fundamental right of freedom of speech. In the case of Hari Nagra v Kapil Sibal, the Court held that fair criticism must be encouraged as no one, ‘much less judges’, can claim infallibility. Given the judicial convention of getting influenced by opinions of neighbouring Courts, a standard evident in the Fifth Amendment verdict, this is encouraging.

With that in mind, this article discusses some pertinent matters concerning the Judiciary, using the controversial judicial history of the United States, where the Court not only holds a liberal view on contempt of court, but also has a long history to offer lessons for others.

Watching the watchmen
Ever wondered why the Judiciary has the guardianship to preserve, protect and defend the Constitution — despite the fact that the Executive and the Legislature are elected representatives of the people? Read more of this post

What AL-BNP Wish For!

[Updates: Added notes and web screenshots for clarification. See notes at the end]

Everyone is talking about the fundamental principles of Bangladesh’s Constitution. But have you seen the fundamental principles and ideologies of the political parties that by turn comes to power for the implementation of constitutional goals?

al-cons

Council2
.

.

.

.

.

.

1. AL’s fundamental principles on economy is more consistent with the post-1975 amendments of the constitution;

2. BNP on the other hand proclaims militarism and association with Jamaat as part of its “party ideology”!

Some details, and few questions over the fold.

Read more of this post

Condoning

In one dark night, Kolimuddi kidnapped Rahima from her house and got caught by the village guard—Ansar. Ansar hurriedly performed a marriage ceremony between Kolimuddi and Rahima.

For decades, people of that village will question—why the Ansar would do such a thing? His opponents would argue, he should have saved Rahima from Kolimuddi instead of legalising the abduction. His supporters would argue that the Ansar had no choice but to make Kolimuddi marry her to save her honour. Whatever the case may be, by the next year, Kolimiddi and Rahima had their first child—Nuru Mia. Few more years passed… Nuru Mia enrolled in a school. And then the unexpected thing happened.

You see, Kolimuddi did not take a birth certificate from the local council when Nuru was born. He feared, this might reveal his kidnap case. But now that Nuru is enrolled in the school, a birth certificate is needed. School contacted the local council, the local council enquired Kolimuddi’s marriage details… and then, long story short, everything came out. Soon the local Morol called on Kolimuddi and Rahima to a village Shalish.

: Are you two married? Asked the Morol.

: Yes Hujur, the Anser performed our marriage. Said Kolimuddi to assure him.

: What? Anser? What jurisdiction does he have to conduct a marriage? Asked the angry Morol. Read more of this post

Amending the Constitution (or putting the cart before the horse)

People are probably more interested in electricity and price issue than constitutional amendments. But let’s face it- politicians are taking about it, and so are we. Just to help an informed discussion, here are some facts in chronological order related to constitutional amendments in Bangladesh. It only lists events that are related to the current debate, not all amendments… and I am adding new info as I find them:

1972

The Constitution of Bangladesh was introduced. Article 7(2) of the constitution was set to establish the “Supremacy of the Constitution” as it reads-

7. (2) This Constitution is, as the solemn expression of the will of the people, the supreme law of the Republic, and if any other law is inconsistent with this Constitution and other law shall, to the extent of the inconsistency, be void.

While setting the procedures for constitutional amendments, the Constitution established supremacy of the act of parliament in this regard. The Article 142 of the 1972 Constitution noted-

142. Notwithstanding anything contained in this Constitution- (a) any provision thereof may be amended or repealed by Act of Parliament.

1973

The first Parliamentary Election was held on 07 March 1973. Sheikh Mujibur Rahman’s Awami League secured 276 of the 300-seat parliament (73.7% of total vote cast)…more than the required 2/3rd majority to amend the constitution.

The Constitution (First Amendment) Act 1973 was passed to add article 47(3) for the detention and trial of war criminals reducing their fundamental rights.


1975
Using the overwhelming majority in the parliament, Awami League passed the Constitution (Fourth Amendment) Act, 1975. Among other things, it introduced presidential form of government replacing the parliamentary system and imposed a one-party system in place of the existing multi-party political system.

On 15 August, Sheikh Mujibur Rahman was killed along with his most family members. The military proclaimed martial law in the country and suspended the Constitution with effect from August 15, 1975. Khondaker Mostaq Ahmad, x-minister of the assassinated leader’s cabinet, proclaimed himself the President.

The First Schedule of the Constitution was amended by the Second Proclamation Order no III of 1975.

1976

Under a proclamation issued on November 29, 1976, Justice Abusadat Sayem (who assumed the office from Mr Ahmad) handed over the Office of Martial Law Administrator to Major General Ziaur Rahman.

Proclamation Order no IV of 1976 was announced to replace the article 44 (on fundamental rights) of the Constitution.


1977

The new Chief Martial Law Administrator, Ziaur Rahman, announced a series of Martial Law Regulation to amend the Constitution of the country.

Proclamations Order No. 1 of 1977 amended, among others, Article 6 (the citizenship clause); Chapter I of Part VI (the Supreme Court); Article 44 of the Constitution. Read more of this post

Monologue: Sending Troops to Afghanistan

This is how the left and right side of my brain argued about sending troops to Afghanistan—

: It’s not our problem and we have enough problems of our own

: That can’t be a liberal argument. Notwithstanding our poverty, we do send relief to other nations. Bangladesh even offered $1 million to the US for Katrina relief. If we can commit 1 million to their billions, why can’t we commit only couple of hundred non-combatant soldiers? Besides, belief based global insurgency and terrorism is like environmental crisis where “your” and “our” problems overlap.

: Afghan-returnees were the vanguards of Bangladesh’s terrorist groups. So stay away from them.

: Shouldn’t that be more of an argument to send troops to Afghanistan? Bangladesh did not send troops to US-Russia’s proxy war in Afghanistan but that did not stop some of our citizens to join that war and then establish JMB and HuJi after their return.

: USA is desperate because Taliban is not showing any sign of defeat. They want us for their own purpose; we have nothing to gain there. Read more of this post

গরিবের ঘোড়া রোগ

১. অপচয়ের আবার মূল্যহ্রাস!

প্রথম আলোর একটা খবরের শিরোনাম- ‘প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তিন কবির উদারতা। খবরের মূল কথা মোটামুটি এই-

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে তিন কবির জন্য বরাদ্দ ছিল বিমানে বিজনেস শ্রেণীর বিলাসবহুল আসন।… কিন্তু প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিশেষ সুবিধা পেয়েও তা ফিরিয়ে দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ সাশ্রয়ের এক নজির দেখালেন তিন কবি। গত ১৪ আগস্ট তাঁদের তিনজনের প্রত্যেককে বিমান ভাড়া ও ১০ দিনের হাতখরচ হিসেবে ৫ লাখ ৭১ হাজার ৩৭৬ টাকার চেক দেওয়া হয়। এক দিন পর তাঁরা প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে জানালেন, তাঁরা সাধারণ আসনে ভ্রমণ করে সাশ্রয়কৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেবেন। জানা গেছে, তাদের এই সিদ্ধান্তে সরকারের সব মিলিয়ে সাশ্রয় হবে প্রায় ১৩ লাখ টাকা ।

তিন কবির প্রতি শ্রদ্ধা। কিন্তু আমার কঞ্জুস মন, ১৩ লাখ টাকার সাশ্রয়ের চেয়ে পুরো সফরের খরচ আমাকে বেশি ভাবায়। মূল্য হ্রাসে অদরকারী পণ্য কিনলে যেমন সঞ্চয় বৃদ্ধি হয়না, তেমনি অপ্রয়োজনীয় সফরের ব্যয় সংকোচনও রাষ্ট্রীয় কোষাগারের সাশ্রয় করে না।

২. গরিবের ঘোড়া রোগ

এই সফর একটা পুরোন খবর মনে করিয়ে দিল। চিকিৎসার জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকেটের টাকা দিতে রাজি না হওয়ায় ক্রিকেট বোর্ডের উপর রেগেমেগে ভিসা ফরম ছিঁড়েই ফেলেছিলেন তামিম ইকবাল! সমস্যার যে সমাধার হয়েছে, এটাও পুরোন খবর

তানিম: “এ কথাটা আমাকে কেউ বলেনি। আমি তো জানতাম না মাশরাফি ভাই, সাকিবদের বিজনেস ক্লাসের টিকিট দেওয়া হয়েছে অধিনায়ক বলে। এ কারণেই আমি বলেছিলাম, ওনাদের যে সুবিধা দেওয়া হয়েছে, আমাকেও তা-ই দিতে হবে।”

মাশরাফি: “অধিনায়ক হওয়ার আগে আমি যে পাঁচবার চিকিৎসার জন্য বাইরে গেছি, প্রতিবারই ইকোনমি ক্লাসে গেছি। তাতে ফেরার সময় আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু কী করার আছে, নিয়ম তো মানতেই হবে।”

মাদাগাস্কার ছবির এই অংশটির কথা মনে আছে?

http://rutube.ru/tracks/1131736.html?v=a69946525ebf3870ee5a09d857aada9c

একেই বলে- গরিবের ঘোড়া রোগ!

Read more of this post

Three and a half verdicts

Verdict 1: The High Court has declared the autocratic regime of Lieutenant General Alhaj Hussain Muhammad Ershad as illegal. The court also suggested that Ershad should be prosecuted for usurping power illegally and unconstitutionally.

Rumor has it, at the time of the verdict, the poet dictator was finishing his latest book titled “Premer Mora Joley Dube na” (the submarine poet).

Verdict 2: The High Court today also extended the parole of Arafat Rahman Coco by 40 days. His cousin on the other hand was granted four days’ remand by a Dhaka court (as if he asked for the grant!).

In an unrelated news, singer Sting’s daughter began performing as I BLAME COCO.

Verdict 3: The High Court broke the heart of another MP by cancelling the results of Noakhali-6 constituency. The court has ordered the Election Commission to hold re-elections to the seat.

Verdict 3.5: A Dhaka tribunal has relieved Awami League leader HBM Iqbal, MP Nurunnabi Shaon and 12 other people from charges relating to the Malibagh quadruple murder case of 2001.

It has been reported that former parliament member Iqbal was not present at the time of the ruling. However, as has been reported, he was present at the time of the shooting.

*******

“It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness…” ~ Charles Dickens

Being patriotic, selling patriotism


07. পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

1971 version of national flag can only be used in depicting that period. This photograph is part of a series on 1971.

When competition is fierce, patriotism is the business panacea. Add a drop of patriotism in your product, and it will sell like hotcakes. The West probably has gone too far with it. Thanks to our heritage, we are still uncomfortable with Bangladesh-flag themed undergarments or shoes.

But our corporate houses do use national history, national flag or national anthem to make profits. Think about mobile ringtones. The mobile company doesn’t have to pay any royalty to Tagore or the government, but people pay the companies millions to use it on their phone. Recently there have been a law and a verdict in relation to the use and abuse of such materials. However, there are some functional and political complexities in it.

Read more of this post

আপিল বিভাগের রায় এবং আমাদের জাতীয়তা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর আমাদের জাতীয়তা বাঙালি নাকি বাংলাদেশী? দৈনিক আমার দেশ বলছে-“বাংলাদেশী জাতীয়তাবাদই মূল জাতীয় পরিচয়”। বিডিনিউজও বলছে– “বাঙালি নয়, জাতীয়তাবাদ হবে বাংলাদেশী”। কালের কণ্ঠ বলছে, “বাংলাদেশী জাতীয়তা বহাল”! অধিকাংশ ব্লগেও একই কথাই লেখা।

কিন্তু নিজে যখন আপিল বিভাগের মূল রায়টা পড়ে শেষ করলাম, তখন কিন্তু ভিন্ন তথ্য পেলাম! কিছুটা ডেইলি স্টার এর সাথে মিলে, যারা বলছে- “জাতিয় সংসদই নির্ধারণ করবে জাতীয়তা, তবে বাংলাদেশী পরিচয়টা থাকবে”।

তবে মূল রায়ে আমি যেটা পড়লাম, তার অর্থ দাঁড়ায়- আমার নাগরিকত্ব বাংলাদেশী, আর জাতীয়তা বাঙালি!

এই লেখাটিতে মূলতঃ নাগরিকত্ব আর জাতীয়তা সংক্রান্ত সংবিধানের ধারা আর কোর্টের রায়গুলোতে কী পেলাম তাই তুলে ধরছি চারটি পরিচ্ছেদে- বাহাত্তেরর সংবিধান; সাতাত্তরের অধ্যাদেশ; হাইকোর্ট বিভাগের রায়; এবং আপিল বিভাগের রায়। আমি আপিল বিভাগের রায়টিকে কিভাবে দেখি তা তুলে ধরার জন্য আমার অবস্থানটিও প্রকাশ করেছি এখানে।

১. বাহাত্তরের সংবিধান

বাহাত্তরের সংবিধানে দুইটি ধারায় “বাঙালি” শব্দটির ব্যাখ্যা দেয়া হয়েছিল- একটিতেনাগরিকত্ব আর অন্যটিতে জাতীয়তা বোঝাতে। ধারা ৬-এ নাগরিকত্ব ব্যাখ্যা করা হয়েছেএভাবে- “৬. বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে।বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন”।

আর ধারা ৯-এ জাতীয়তার ব্যাখ্যায় বলা হয়েছিল (বাংলা অনুবাদটি হাতের কাছে নেই, তাই এটিই তুলে দিচ্ছি)-

“The unity and solidarity of the Bangalee nation, which, deriving its identity from its language and culture, attained sovereign and independent Bangladesh through a united and determined struggle in the war of independence, shall be the basis of Banglaee nationalism.”

এই ধারাগুলোর দুটি অসামঞ্জস্য রয়েছে-

এক- বাংলাদেশ কোন একক-জাতির রাষ্ট্র নয়, বরং বিভিন্ন জাতির সমন্বয়ে গঠিত। তাই, একে যদি শুধু বাঙালির জাতি-রাষ্ট্র (nation state) বিবেচনা করা হয়, তাহলে অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠিকে অবহেলা করা হয়। মারমা, চাকমা, গারো, সাঁওতাল ইত্যাদি আসলে পৃথক জাতিসত্ত্বা। ক্ষুদ্র, কিন্তু কোন ভাবেই বাঙালি জাতির বা হয়তো অন্য কোন জাতিরও উপজাতি নয় (আসলে প্রায় সব জাতিই নিজেদেরকে স্বতন্ত্র আর অন্যদের কোন না কোন জাতের অংশ মনে করে। এই যেমন, আমরা যতই নিজেদের আলাদা ভাবি না কেন, পশ্চিমারা আমাদের ভারতীয় জাতির অংশ ভাবে, আর আমরা মঙ্গোলীয় চেহারা দেখা মাত্রই সবাইকে চৈনিক ভাবি)।

দুই- নাগরিকত্ব যেহেতু আইনের দ্বারা নির্ধারিত, তাই যে নামেই ডাকা হোক না কেন, সমস্যা নেই। শুনেছি (প্রমাণ হাতে নেই), বঙ্গবন্ধুর কাছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতি-গোষ্ঠী সংবিধানে তাদের অন্তর্ভুক্তির দাবি নিয়ে গেলে তিনি বলেছিলেন- “তোরা বাঙালি হয়ে যা”। এ কথাটি নাগরিকত্বের জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু জাতীয়তার জন্য নয়। তবে দেশের সকল নাগরিকের নাগরিকত্বের নামটি যদি বাঙালিদের জাতির উপর ভিত্তি করেই স্থাপন করা হয়, তাহলে তা উপরোক্ত কারনেই সংখ্যালঘু জাতির প্রতি অবহেলা প্রদর্শন করে।

২. সাতাত্তরের অধ্যাদেশ

সামরিক শাসনামলে ১৯৭৭ সনের ১ম অধ্যাদেশ (এবং পরবর্তীতে, ১৯৭৮-এর ৪র্থ অধ্যাদেশ) এর মাধ্যমে সংবিধানের উল্লিখিত দুটি ধারাই পরিবর্তন করা হয়। নাগরিকত্ব সংক্রান্ত ৬ নং ধারা পরিবর্তন করে বলা হয়

“(১)বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। (২)বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।”

কিন্তু কৌতূহলের বিষয় হচ্ছে, জাতীয়তা সংক্রান্ত ৯ নং ধারাটি পরিবর্তনের সময় জিয়াউর রহমান কিন্তু সংবিধানে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করেননি। তখন বাঙালি জাতীয়তা সংক্রান্ত ৯ নং ধারাটি বদলে নিচের ধারাটি প্রতিস্থাপন করা হয়

“রাষ্ট্র সংশিষ্ট এলাকার প্রতিনিধিগণ সমন্বয়ে গঠিত স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ দান করিবেন এবং এই সকল প্রতিষ্ঠানসমূহে কৃষক, শ্রমিক এবং মহিলাদিগকে যথাসম্ভব বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হইবে”।

লক্ষ্য করে দেখুন, ধারাটি থেকে বাঙালি জাতীয়তা সরানো হয়েছে, কিন্তু বাংলাদেশী জাতীয়তা প্রতিস্থাপন করা হয়নি (যেমনটি ৬নং ধারায় নাগরিকত্বের ক্ষেত্রে করা হয়েছে)। জাতীয়তা সংক্রান্ত কোন কিছুই আসলে বলা হয়নি। যারা বলেন, সাতাত্তরের সংবিধান অনুসারে “বাংলাদেশী জাতীয়তা” প্রতিষ্ঠিত হয়েছে, তারা সংবিধানটি একবার পড়ে দেখতে পারেন।

তবে একথা অনস্বীকার্য যে, জিয়াউর রহমানই “বাংলাদেশী জাতীয়তাবাদ” ধারণাটির জন্ম দিয়েছেন। কিন্তু তিনি সেটি রাজনীতি আর রাষ্ট্রকর্মের মাধ্যমে প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, সংবিধানের মাধ্যমে নয়। অনেকে বলেন বাঙালি-অবাঙালি বিভেদ ঘুচাতেই নাকি এই উদ্যোগ। জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ ব্যাখ্যা করেছিলেন এভাবে-

আমরা বলতে পারি, বাংলাদেশী জাতীয়তাবাদের মোটামুটি সাতটি মৌলিক বিবেচ্য বিষয় রয়েছে। তা হচ্ছে বাংলাদেশের ভূমি অর্থাৎ আন্তর্জাতিক সীমানার মধ্যবর্তী আমাদের ভৌগোলিক ও রাজনৈতিক এলাকা, ধর্ম ও গোত্র নির্বিশেষে দেশের জনগণ, আমাদের ভাষা, বাংলা ভাষা, জনগণের আশা-আকাঙ্ক্ষা-উদ্দীপনা ও আন্তরিকতার ধারক এবং বাহক আমাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি, দু’শত বছরের ঔপনিবেশ থাকার প্রেক্ষাপটে বিশেষ অর্থনৈতিক বিবেচনার বৈপ্লবিক দিক, প্রত্যেকটি নারী ও পুরুষের অবাধে তাদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি পালনের পূর্ণ স্বাধীনতা এবং সর্বোপরি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ যার মধ্য দিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন বাস্তব ও চূড়ান্ত রূপ লাভ করেছে [সূত্র]।

তার এই নতুন জাতীয়তাবাদেরও দুটো সমস্যা আছে-

এক. এই জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদেরই নতুন নামকরণ হতে পারে, কিন্তু নতুন কোন সামষ্টিক ধারণা অবশ্যই নয় (বিবেচ্য বিষয়গুলো খেয়াল করে দেখুন… “আমাদের ভাষা, বাংলা ভাষা,”… এখানে কিন্তু অন্যান্য ভাষা-ভাষীর কথা বলা হয়নি)।

দুই. নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির ভিত্তিতে যে জাতীয়তা, তা এক পুরুষে বদল হয় না। একাত্তরের আগে আমরা কি তাহলে জাতিতে পাকিস্তানি ছিলাম? অবশ্যই না। “পাকিস্তানী জাতিই”-তো একটা নির্মাণ প্রচেষ্টা, যাদের সাথে আমাদের কোন মিলই নেই। ইতিহাসে রাষ্ট্র কর্তৃক আরোপিত বা নির্মিত বেশ কিছু জাতির সন্ধান পাওয়া যায়, যাদের ভাষা-স্বকীয়তা ধীরে ধীরে বদলে দেয়া হয়েছিল। পাকিস্তান আমাদের উপর চেষ্টা করেছিল, সফল হয়নি। এভাবে হঠাৎ করে বললেই একটি জাতি তৈরি হয়না।

কাজেই, বাহাত্তরের সংবিধানের ৬নং ধারা অনুসারে সংখ্যাগরিষ্ট বাঙালির জাতীয়তা সংখ্যালঘু চাকমা জাতির নাগরিকত্বের ভিত্তি হওয়া উচিত নয় (যদিও নাগরিকত্ব যেহেতু আইনি বিষয়, রাষ্ট্র চাইলে তা করতে পারে)। আবার বাংলাদেশী নাগরিকত্ব থাকতেই পারে, কিন্তু “বাংলাদেশী জাতীয়তা” নামে কোন নির্মিত বা কাল্পনিক জাতীয়তা বাঙালি, চাকমা, সাঁওতালসহ সকল জাতির উপর চাপিয়ে দেয়াও সম্ভব নয়।

৩. হাইকোর্ট বিভাগের রায়

২৯মে আগস্ট ২০০৫-এ হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে যে রায় দিয়েছিল, তাতে ১৯৭৭ সনে সংবিধানের ৬ ও ৯ নং ধারা বদলের দুটো সিদ্ধান্তই বাতিল করা হয়েছিল। হাইকোর্টের রায়ের ৩৮১ পৃষ্ঠায় এ সর্ম্পকে বলা আছে-

“Under the circumstances, we deny condonation of both Bengali and English texts of the following provisions made in the Constitution by the various Proclamations : 1) The Amemdments made in the Preamble of the Constitution; 2) Article 6; 3) Article 8; 4) Article 9; 5) Article 10…”

হাইকোর্টের এই রায়ের ফলে বাহাত্তরের সংবিধানে প্রণীত বাঙালি নাগরিকত্ব (ধারা ৬) এবং বাঙালি জাতীয়তা (ধারা ৯) পুনঃস্থাপিত হয়।

৪. আপিল বিভাগের রায়

আপিল বিভাগ জাতীয়তা ও নাগরিকত্ব সম্পর্কিত সংবিধানের ধারা ৬ এবং ধারা ৯ সংক্রান্ত রায়ে বলেছেন-

১. “Preamble and the relevant provisions of the Constitution in respect of secularism, nationalism and socialism, as existed on August 15, 1975, will revive.”

২. “However in respect of nationalism, as to be discussed later on, we are inclined to condone the substituted provision of Article 6.”

৩. “Regarding nationalism though we expressed the view that being political issue, Parliament is to take decision in this regard,”

৪. “but if in place of “Bangladeshi” the word ‘Bangalee’ is substituted in terms of the judgment and order of the High Court Division, then all passports, identity cards, … … will have to be changed, reprinted or reissued. Moreover the Bangladeshi nationals who will return to Bangladesh as well as those travelling abroad will also face serious complications with the immigration authorities abroad…”

৫. So for wider public interest the substituted Article 6 is to be retained.

এখানে তিনটি বিষয় লক্ষণীয়-

১. হাইকোর্ট বাঙালি জাতীয়তা সংক্রান্ত ৯ নং ধারা পুন:স্থাপন করে যে রায় দিয়েছিল, আপিল বিভাগ তার উল্লেখ করলেও, হাইকোর্টের রায়টি বাতিল করেনি। অর্থাৎ, বাঙালি জাতিয়তা সংক্রান্ত বাহাত্তরের সংবিধানের ৯নং ধারা ফিরে আসছে বা বহাল থাকছে

২. “জাতীয়তা সংক্রান্ত” বিষয়ে আপিল বিভাগ শুধু “বাংলাদেশী নাগরিকত্ব” সংক্রান্ত ১৯৭৭-এর অধ্যাদেশের সিদ্ধান্ত (৬নং ধারা) বহাল রেখেছেন। এর কারণ হিসেবে রায়ে নাগরিকত্ব সংক্রান্ত পরিচয়পত্রজনিত জটিলতা এড়ানোর কথা বলা হয়েছে।

৩. রায়ের মাধ্যমে সংবিধানে বাংলাদেশী নাগরিকত্ব (১৯৭৭-এর ধারা ৬) এবং বাঙালি জাতীয়তা (১৯৭২-এর ধারা ৯)-র বিষয়টিই নিশ্চিত করা হয়েছে। নাগরিকত্বের পরিচয় ‘বাঙালি’ যেমন ফিরে আসছে না, অন্যদিকে সকল জাতির স্বকীয়তাকে অস্বীকার করে নির্মিত ‘বাংলাদেশী জাতীয়তা’-কেও প্রত্যাখ্যান করা হয়েছে।

শেষ কথা:

জাতীয়তা নিয়ে সচলায়তনে এর আগে অনেক গভীর আলোচনা হয়েছে (যেমন ,)।

নৃতাত্ত্বিক পরিচয় (ethnic identity) আর নাগরিকত্বের ধারণাটি সবসময়ই পৃথক ছিল। জাতীয়তার ধারণাটিকেও সবসময় নৃতাত্ত্বিক পরিচয় হিসেবেই বিবেচনা করা হয়েছে, নাগরিকত্ব হিসেবে নয়। কিন্তু জটিলতা শুরু হলো যখন একই জাতির লোকেরা জাত-নির্ভর রাষ্ট্র গঠন (nation-state) শুরু করলো; অথবা গঠিত রাষ্ট্রে বিভিন্ন জাতির সংমিশ্রণ নিয়ে সমস্যা দেখা দিল। ‘একতাই বল’-এই মন্ত্রে দীক্ষিত হয়ে বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের “একতা এক্সপ্রেস” চালিয়েছে–

১. অনেক ক্ষেত্রেই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ট অথবা ক্ষমতাশালী জাতি সংখ্যালঘু জাতিকে দমন অথবা নিশ্চিহ্ন করে রাষ্ট্রিয় একতা প্রতিষ্ঠিত করতে চেয়েছে।

২. কখনো আবার রাষ্ট্রের সকল জাতিকে অস্বীকার করে জোর করে একটি “কাল্পনিক জাতীয়তা” চাপিয়ে দেয়া হয়েছে।

৩. আবার কখনো সংখ্যালঘুকে সহাবস্থানের সুযোগ দিয়ে সংখ্যাগরিষ্ট জাতির ইচ্ছায়ই রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে, ইত্যাদি।

প্রতিটি জাত-নির্ভর রাষ্ট্রই সংখ্যাগরিষ্ট বা আরোপিত “কাল্পনিক” জাতীয়তাকে নাগরিকত্বের পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়েছে। বাংলাদেশের বাহাত্তরের সংবিধানকে আমার কাছে তৃতীয় পথ, আর পনের আগস্ট পরবর্তী সাতাত্তরের অধ্যাদেশকে দ্বিতীয় ধারার প্রচেষ্টা মনে হয়েছে। তবে, প্রথম ধারাটির পুনঃপুনঃ ব্যবহারও কম হয়নি।

এর কোনটিই সকল জাতির স্বকীয়তা ও স্বার্থ সংরক্ষণে কার্যকর হয়নি। আমাদের নিজস্ব স্বাধীনতাই সাক্ষী যে, পারস্পরিক স্বীকৃতি না দিয়ে জাতিসত্ত্বার অস্বীকার কখনো একতা নিশ্চিত করে না। তাই, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের পৃথক জাতিস্বত্বাগুলিকে আইনি নাগরিকত্বের থেকে আলাদা করে দেখার প্রচলন শুরু হয়েছে। স্কটিশদের জাতীয়তা মেনে নিয়েই ক্ষমতাশীল ইংলিশ জাতি ‘ব্রিটিশ নাগরিকত্ব’ মেনে নিয়েছে। স্পেন প্রশাসনিক সুবিধার্থ “স্প্যানিশ”-কে জাতীয়তা ও নাগরিকত্বের সমার্থশব্দ হিসেবে ব্যবহার করলেও, নৃতাত্বিক বা সংস্কৃতিক অর্থে জাতি বলতে স্পেনের অধিবাসী প্রতিটি জাতিকেইআলাদা আলাদা জাতি হিসেবে চিহ্নিত করে।

আমাদের সামনেও এখন এই সুযোগটি আছে। আপিল বিভাগের রায়ে প্রশাসনিক কারনে নাগরিকত্বের বিষয়টি ছাড়া, জাতীয়তার বিষয়টি জাতিয় সংসদের বিবেচ্য বলে মন্তব্য করা হয়েছে। এই আলোকে, বর্তমান সংসদের নিকট প্রত্যাশা, তারা যেন সংবিধানের জাতীয়তা সংক্রান্ত পুনঃস্থাপিত ৯নং ধারায় বাংলাদেশের অন্যান্য জাতিসত্ত্বাকেও স্বীকৃতি প্রদান করেন।

হাইকোর্টে বিভাগের রায়ের কপি:

Click to access high-verdict.pdf

আপিল বিভাগের রায়ের কপি:

Click to access app-verdict.pdf

India’s Tipaimukh assurance

Tipaimukh 0

Yet another “assurance” from India on Tipaimukh dam!

Last week, India’s Manipur parliament was told that their government is committed to go on with the controversial Tipaimukh dam. And yesterday (18 July), India’s water resources minister Vincent Pala assured us that India won’t make any hasty decision on Tipaimukh ‘before informing Dhaka’. He promised that- Delhi would ensure before moving on with Tipaimukh project and will make sure that it did not have any adverse effect on its relation with Dhaka.

The news reminds us an editorial by Nurul Kabir titled “no reason to rest assured over Delhi’s Tipaimukh assurance”. That editorial mainly talked about the environmental fallouts of the dam as a reason for this. However, this piece argues that New Delhi’s history with “Tipaimukh assurance” has been questionable enough to have a distrust.

Read more of this post

Cross-report on crossfire

“Death is the final wake-up call” ~ Douglas Horton

Little Iqbal saw the torture on his father. Image: Prothom Alo

Iqbal is a very young boy, 7 years old maybe. Probably a World Cup craze- he has been nagging his father for a football lately. So his father, Majibar, takes him to the market to buy him a football. Suddenly four policemen arrives at the market. They captures the little boy’s father-Majibar. Everything happens in front of Iqbal. As he describes– the policemen handcuffed his father, tied his throat with a rope and beat him mercilessly with the rifle butts, drowned him in the water. All along, they were demanding money from Majibar. Then the policemen takes Majibar on a boat. Little Iqbal sees everything. He then runs for help, to call his grandfather.

The next morning, on 2 July 2010, Iqbal and his family finds Majibar’s dead body floating in the river.

One police officer said, “Majibar was killed by his rivals over an earlier feud.” Another police officer said, “There is no reason to believe what the child says- whether he is 5 year-old or 7 year-old. They grow up around crime and become like that”.

In other news about whom to trust, Transparency International Bangladesh (TIB) reports that law enforcement agencies including the joint forces, police and Rab were found to be the most corrupt in terms of magnitude.

***

Flashback December 2004. The then opposition party AL’s Joint Secretary Obaidul Kader accuses the BNP-Jamaat coalition for resorting to crossfire of Rab as a tool to resist the opposition movement.

Flash-forward October 2009. AL’s Shipping Minister Shahjahan Khan says that “the death of criminals in ‘shootout‘ with law enforcers does not amount to violation of human rights.” Read more of this post

বিশ্বকাপের ছড়া

[প্রথম প্রকাশ: সচলায়তন]

১.

নাই বা থাকুক ব্রাজিল
তবু সাম্বায় চাই ব্রা, জীল।

২.
সে ধুচ্ছিলো ব্রা ঝিলে-
এক ন্যাদা’র সাথে মিলে!

৩.
বলবে এবার জার্মানী—
“মেসির কাছে হার মানি”

৪.
ইটা আলী ইটে বসে ভাবে আজ সকালে—
“ঘোল দিয়ে গোল খেলে– যেতে হয় অকালে”!

[ইটালির বিদায়ে]

৫.
কেন তারা সাতখানা গোল দিল ভরিয়া!
কে দেবে এ প্রশ্নের উত্তর করিয়া?

[পর্তুগাল ৭ – উত্তর কোরিয়া ০] Read more of this post